মো. নাছির উদ্দীন : প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন বুমবুম খ্যাত পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি এবং তার পরিবারের সদস্যরা। গতকাল এক টুইট বার্তায় তিনি নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।
শহীদ আফ্রিদি বলেন, আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী ও কন্যারা, আকসা ও আনশা কোভিড-১৯ পজেটিভ হওয়ার পর ফের পরীক্ষা করিয়েছে। বর্তমানে তারা এখন করোনামুক্ত। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, আমাদের জন্য দোয়া করায় সবার প্রতি কৃতজ্ঞ। সৃষ্টিকর্তা যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। আপাতত পরিবারকে সময় দেয়ার পালা। গত কয়েকদিন যাবৎ এটা খুব মিস করেছি।
এর আগে গত ১৩ জুন শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদি নিজেই নিশ্চিত করেন। পরবর্তীতে পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হলে তার স্ত্রী ও দুই মেয়ে আকসা ও আনশার রিপোর্ট পজেটিভ আসে।
Leave a Reply