ক্রীড়া প্রতিবেদকঃ স্পিন ভালো খেলতে না পারলে বাংলাদেশে যেওনা- ক্রিকেট বিশ্বকে এমন পরামর্শটা ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকারের। সদ্য সিরিজে ২-০তে হারিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে বাংলাদেশ। সিরিজে উইন্ডিজের পুরো ৪০ উইকেটই ভাগাভাগি করেছেন বাংলাদেশ দলের স্পিনাররা। ১৪১ বছরের টেস্ট ইতিহাসে দুই ম্যাচের সিরিজে কোনো দলের স্পিনারদের ৪০ উইকেট শিকারের প্রথম নজির এটি। আর ঢাকা টেস্টে টাইগারদের উড়ন্ত জয় শেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভারতের সাবেক ক্রিকেটার ও বোদ্ধা বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার লিখেছেন, ‘তুমি যদি স্পিন ভালো খেলতে না পারো, তাহলে ভালো হয় যে বাংলাদেশেই যেওনা। তারা এখন চারজন দুর্দান্ত স্পিনার নিয়ে খেলে। সেখানে পালানোর কোনো পথ নেই। স্পিন দিয়ে যুদ্ধ।’ আরেক টুইটে বাংলাদেশের ডানহাতি অফস্পিনার মেহেদী হাসান মিরাজের প্রশংসা করে মাঞ্জরেকার লিখেছেন, ‘ভালো করেছো মেহেদী হাসান।
Leave a Reply