নূরে আলম নূরীঃ করানাভাইরাস আতঙ্কে বেশিরভাগ মানুষ ঘরবন্দি।বন্ধ দোকানপাট, যানবাহন চলাচল। ঠিক সময়েও
থেমে নেই ব্র্যাক নিশ্চিন্তপুর শাখার কার্যক্রম। ইতিমধ্যে ব্র্যাক
নিশ্চিন্তপুর শাখার উদ্যোগে কোভিড ১৯ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ও সামাজিক দূরত্ব,জন সচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ,জীবাণুনাশক স্পে, নিশ্চিন্তপুর শাখার কর্ম এলাকার বিভিন্ন স্থানে হাতধোয়ার বেসিন স্থাপন, স্বাস্থ্য সেবিকার মাধ্যমে বাড়িবাড়ি গিয়ে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে।
ব্র্যাক লড়াই করে আসছে মানুষের সেবা সঠিকভাবে
নিশ্চিত করতে। এই দুর্যোগেও সেই লড়াই থেমে নেই।
নিবিড়ভাবে কাজ করছে তারা। ব্রাক নিশ্চিন্তপুর শাখার সকল কর্মকতা ও কর্মচারি জীবনের ঝুঁকি নিয়ে
সেবা প্রদান করছে। এছাড়াও ব্র্যাক সদস্যদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান,ব্র্যাক নিশ্চিন্তপুর অফিসে আগত সদস্যদের সুরক্ষার জন্যহাত দোয়ার ব্যবস্থা , জীবানুনাশক স্পে করা ও সামাজিক দুরুত্ব বজায় রেখে সীমিত পরিসরে কার্যক্রম চলছে । ব্র্যাকের শাখা ব্যবস্থাপক (দাবি), হাবিবুর রহমান জানান, তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply