শামসুজ্জামান ডলারঃ সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। বন্যার পানিতে তলিয়ে সুনামগঞ্জ শহর পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এই ভয়াবহ অবস্থার মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. ইব্রাহিম খলিল এর তড়িৎ ও আন্তরিকতাপূর্ন সিদ্ধান্তের ফলে সরকারের প্রায় ৪ হাজর ১’শ ২৮ টন সার বন্যার পানি থেকে রক্ষা পেল।
খোজ খবরে জানা যায়, এই কর্মকর্তা বন্যাকে উপেক্ষা করে সোমবার (২০ জুন) সকালে ছুটে যান বিএডিসি সুনামগঞ্জের গোডাউনে। সরকারী সম্পদ রক্ষা করার জন্য দিনভর অবস্থান করেন সেখানে। দুর্যোগে সরকারী সম্পদ রক্ষার্থে ও মানুষের কল্যাণে অনন্য নজির স্থাপন করেছেন এই কর্মকর্তা।
এ প্রসঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মো. ইব্রাহিম খলিল বলেন, রাষ্ট্র যেমন একজন কর্মকর্তা হিসেবে আমার নিরাপত্তার দায়িত্ব নেয়, তেমনি কর্মকর্তা হিসেবে আমাদেরও দায়িত্ব দেশের বা রাষ্ট্রের সম্পদের সুরক্ষা করা। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি মাত্র অন্যকিছু না।
Leave a Reply