-
- মতলব উত্তর
- মতলবের মৈশাদী মারকাযুস সুন্নাহ মোহাম্মদিয়া মাদরাসা পরিচালনা কমিটি গঠন
- Update Time : আগস্ট, ২৫, ২০২০, ৯:০৩ অপরাহ্ণ
- 131 View
স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার নাটোরের সিংড়া উপজেলায় লাল সবুজ উন্নয়ন সংঘ সিংড়া শাখার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রতিকী গাছের চারা লাগিয়ে বৃৃক্ষরোপন, পথচারী ও ঘরে ঘরে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্ধোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন আক্তার বানু, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সিংড়া উপজেলা শাখার উপদেষ্টা চঞ্চল মাহমুদ সংগ্রাম, নাটোর জেলা শাখার সভাপতি শেখ রিফাদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আকাশ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সিংড়া উপজেলা শাখার সভাপতি ওহি আল হাসান, সাধারণ সম্পাদক এ.এস.এম. মুবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাইমুস সাকিব রিয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক রাকেশ কুমার সাহা, অর্থ সম্পাদক সাব্বির আহমেদ, কার্যকরী সদস্য রাফসান মাহি প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনটি প্রতি বছরের মত এবারও সদস্যদের টিফিনের টাকা বাঁচিয়ে বিনামূল্যে লক্ষাধিক গাছের চারা বিতরণ করছে। মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, ইভটিজিং এর বিরুদ্ধে সভা, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিশু উপকরণ, ঈদ বস্ত্র উপহার, দুর্যোগকালীন সময়ে বিভিন্ন মানবিক কার্যক্রমের ফলে সংগঠনটি সারাদেশ ব্যাপক আলোচিত ও প্রশংসিত।
Leave a Reply