ষ্টাফ রিপোর্টারঃ দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সাংবাদিক মশিউর রহমানের পিতা ডাঃ মোঃ মজিবুল হক ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…রাজেউন)। শনিবার রাত ৩টা ১৫ মিনিটে তিনি ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
রোববার বাদ আসর রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সাংবাদিক মশিউর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সুমনসহ ইল্শেপাড় পরিবার ও ফরিদগঞ্জ ব্যুরো পরিবার।
Leave a Reply