মতলব প্রতিনিধি: মতলব পৌরসভার ৪নং ওয়ার্ডের চরমুকুন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচতি হয়েছেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক গোলাম হায়দার মোল্লা।
২৫ সেপ্টেম্বর বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুজ্জামান মৃধার সভাপতিত্বে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুর রশিদ জগলু, সদস্য আলহাজ্ব ওয়াহিদুজ্জামান মৃধা, হাসি আক্তার, সোহরাব খান, মাইনুদ্দিন প্রধান, আখি মনি, সুমী আক্তার, মাসুদা আক্তার স্বপ্না, সেলিম মিয়া সহকারী শিক্ষক মতলব বালিকা উচ্চ বিদ্যালয়, সদস্য সচিব স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার।
এদিকে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অত্র বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি গোলাম হায়দার মোল্লা। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, মোল্লা জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য জহির খাঁন, সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, মাইনুদ্দিন রোকন, সহ-সভাপতি আবু হাসনাত খোকা, জাহিদ মোল্লা, রাসেল প্রধান, কবির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নব নির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও নব নির্বাচিত সভাপতি সকলের সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply