আক্তার হোসেনঃ শুক্রবার ৪ঠা ডিসেম্বর। মতলব মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানী বাহিনী মতলবের মাটি থেকে বিতাড়িত হয় এবং মতলব মুক্ত হয়।
জানা যায়, ১৯৭১ সালের ৮ এপ্রিল ঢাকা থেকে সড়ক পথে পাক বাহিনী মতলবে আসে এবং থানা দখল করে তাদের ক্যাম্প স্থাপন করে। তারা মতলবের বিভিন্ন এলাকায় নির্বিচারে মানুষ হত্যা করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পাকিস্তানী সৈন্য ও তার এদেশীয় দোসররা এনায়েত নগর গ্রামে ৫ হাজার ঘর বাড়ি জ্বালিয়ে দেয় এবং বহু নারীর
সম্ভ্রম কেড়ে নেয়। তখন মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মতলবের খিদিরপুর, বহরী, বাগানবাড়ি, মোহনপুর ও এনায়েতনগর এলাকায় ৫টি ঘাঁটি তৈরী করে হানাদার বাহিনীর মোকাবেলা করে। স্থানীয় মুক্তিযোদ্ধারা দখলদার পাক বাহনীর বিরুদ্ধে লালারহাট, বোয়ালমারি এবং নাগদাসহ আরো কয়েকটি স্থানে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়। মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগনের
প্রবল প্রতিরোধের মুখে অবশেষে ৪ঠা ডিসেম্বর পাক দখলদার বাহিনী নদীপথে মতলব ছাড়তে বাধ্য হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মতলবের ১৮জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
মতলব মুক্ত দিবস পালন উপলক্ষ্যে করোনা মহামারীর কারণে এবার সংক্ষিপ্ত আয়োজনে মতলব মুক্ত দিবস পালিত হবে।
Leave a Reply