-
- ফরিদগঞ্জ
- ফরিদগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্ব, লাশ দাফনে বাঁধা, ওসির হস্তক্ষেপে লাশ দাফন
- Update Time : অক্টোবর, ১২, ২০২০, ১০:৪১ অপরাহ্ণ
- 160 View
স্টাফ রিপোর্টারঃ টিফিনের টাকায় সারা দেশে এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচীর বাস্তবায়নে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সোমবার সকালে শরিয়তপুর জেলার নড়িয়া পৌর ভবনের সামনে গাছের চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
‘লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’ এই শ্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৪ এর কাঁচপুর ইউনিট ইনচার্জ আবু ছালাম মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম শহিদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের সদস্য নাইম উদ্দিন, অনিল অাহমেদ সাহেদ, নাহিদ হাসান প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল জানান, এর আগে গত ৫ জুলাই থেকে ৪২টি জেলায় ভ্রাম্যমাণ ৭৬ হাজার ৪০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে।
Leave a Reply