জানাযায়, শফিকুর রহমান ভূঁইয়া শুক্রবার ভোর ৫টার সময় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পূর্বেই তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।
উল্লেখ্য, ২০০০ সালের ৭ নভেম্বর থেকে ২০০৬ সালের ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুর রহমান ভুঁইয়া। আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন। এছাড়া, তিনি বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
Leave a Reply