ষ্টাফ রিপোর্টারঃ ৯ আক্টোবর রবিবার বরুড়া উপজেলায় গ্রামের বাড়ি-বাড়ি গিয়ে শিক্ষার্থীদের টিফিনের টাকায় লাল সবুজের গাছের চারা রোপণ ও বিতরণ।
লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা স্লোগানে প্রতি বছর টিফিনের টাকায় ১ লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নে রবিবার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নয়ের বিভিন্ন গ্রামে লাল সবুজ উন্নয়ন সংঘ বরুড়া শাখার উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত দুশত গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
গাছের চারা রোপণ ও বিতরণে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল, বরুড়া শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য অাশিকুর রহমান রিফাত, বোরহান মাহমুদ হিমেল, অাহমেদ রাকিব, শাহাদাত, শাওন হোসেন, সাইফুল ইসলাম ফয়সাল প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার অালম জানান, করোনা ভাইরাসের কারনে এবছর স্কুলে গাছের চারা বিতরণের পরিবর্তে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। তিনি বলেন অাগামী তিন মাস কার্যক্রমটি সারাদেশে পরিচালনা করবে লাল সবুজ উন্নয়ন সংঘ।
Leave a Reply