স্টাফ রিপোর্টারঃ রোটারী ক্লাব অব মতলবের জিএসআর, চাঁদপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট লেখক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনেৱ মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রোটারি ক্লাব অব মতলবের সদস্যবৃন্দ।
যারা শোক জানিয়েছেন তারা হলেন- রোটারি ক্লাব অব মতলবের চাটার প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান, প্রেসিডেন্ট রোটারিয়ান মোফাজ্জল হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ আব্দুল হাই, আইপিপি রোটারিয়ান আফরোজা খাতুন, ভাইস প্রেসিডেন্ট তারেক গোলাম সারওয়ার সেলিম, সেক্রেটারি রোটারিয়ান শ্যামল চন্দ্র দাস, যুগ্ম সেক্রেটারি রোটারিয়ান রেদওয়ান আহমেদ জাকির, রোটারিয়ান ডাক্তার নুসরাত জাহান মিথেন, ট্রেজারার রোটারিয়ান মোঃ মনির হোসেন, মেম্বার রোটারিয়ান ইফতেখার উদ্দিন কাদরী, রোটারিয়ান নুর-ই- আলম, রোটারিয়ান উত্তম কুমার ঘোষ, রোটারিয়ান কিশোর কুমার ঘোষ, রোটারিয়ান হেদায়েত উল্লাহ, রোটারিয়ান ফারহান আক্তার রুমা, রোটারিয়ান আজিজ হোসেন, রোটারিয়ান এমএ আজিজ বাবুল, রোটারিয়ান ডাক্তার মুহিবুর রহমান শাহাদাত প্রমুখ।
Leave a Reply