পুলিশ জানিয়েছে, গুলিস্তান রমনা ভবনের সামনে পল্টন থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। বাসটি যাত্রী বোঝাই ছিল।
অন্যদিকে আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
এছাড়া প্রেসক্লাবের সামনে ঘাটারচর টু চিটাগাং রোডে চলাচলকারী রজনীগন্ধা পরিবহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল আহমেদ বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক ছয়টি যাত্রীবাহী আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
তিনি বলেন, কাঁটাবন, বংশাল, মতিঝিল, খিলগাঁও, গোলাপ শাহ’র মাজার এবং প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দূর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সবগুলো বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কারা আগুন দিয়েছে সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।
Leave a Reply