স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় “লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা” স্লোগানকে সামনে রেখে তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে লাল সবুজ উন্নয়ন সংঘ পীরগঞ্জ উপজেলা শাখা।
শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ মোঃ মোফাজ্জল হোসেন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল ইমরান হোসাইন সিয়ামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ পীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা কবি মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব, সহ সাংগঠনিক সম্পাদক রাফিউল, দপ্তর সম্পাদক দূর্জয়, প্রচার সম্পাদক আল- আমিন, সাহিত্য বিষয়ক সম্পাদক মোবাশ্বের, সাংস্কৃতিক সম্পাদক ইমরান, অর্থ সম্পাদক নোমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইভান প্রমুখ।
Leave a Reply