-
- খেলাধুলা
- রাজস্থানের একাদশে মোস্তাফিজের সুযোগ হবে তো?
- Update Time : মার্চ, ৩, ২০২১, ৬:০৯ অপরাহ্ণ
- 73 View
মো. নাছির উদ্দীন : এবারের আইপিএল নিলামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে শাহরুখ খানের দল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৭৪ লাখ টাকা। টুর্নামেন্টটি খেলতে মুখিয়ে আছেন সাকিব আল হাসান নিজেও। পুরো আসরে খেলতে ছুটি নিয়েছেন বিসিবি থেকেও। তবে বিদেশি তারকায় ঠাসা কেকেআেরের একাদশে নিয়মিত জায়গা পাবেন তো সাকিব?
এর আগে ৭ মৌসুম কলকাতায় খেলেছেন সাকিব। দুই মৌসুম আগে তাকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। এরপর সাকিব সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন। আইসিসি নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি গত আসরে। এবার সাকিব কলকাতায় আসায় খুশি দলটি। নিলামের পর সাকিবকে স্বাগত জানিয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘স্বাগত ময়না’। কেকেআর তাদের টুইটার পেজে বাংলায় লিখেছে, ‘আমাদের ময়না ঘরে ফিরে আসছে।’
আইপিএলের এক ম্যাচে সর্বোচ্চ চারজন বিদেশি (অভারতীয়) খেলোয়াড় খেলতে পারেন। কেকেআর স্কোয়াডে বিদেশি তারকাদের মেলা। দলটির অধিনায়কও একজন বিদেশি। কলকাতা একাদশে জায়গা পেতে যাদের সঙ্গে লড়তে হবে সাকিবের তাদেরকে নিয়ে আলোচনা করা হল:
👀 এউইন মরগান: ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মরগানকে গেল আসরের মাঝপথে কেকেআরের অধিনায়ক করা হয়েছে। এবারো তিনিই থাকবেন নেতৃত্বে। তাই অধিনায়ক মরগান সব ম্যাচেই খেলবেন এমনটা ধরাই যায়।
👀 প্যাট কামিন্স: আইপিএল ইতিহাসের অন্যতম ব্যয়বহুল খেলোয়াড় অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। গতবার তাকে প্রায় ১৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। দলের পেস বিভাগের নেতৃত্ব দেন তিনিই। এতো দামি খেলোয়াড়কে বসিয়ে রাখতে চাইবে না কলকাতা।
👀 আন্দ্রে রাসেল: বিশ্বের সেরা কয়েকজন হার্ডহিটারের মধ্যে একজন।যেকোনো টি-টোয়েন্টি দলই সবার আগে তাকে দলে নিতে চাইবে। কলকাতাকে অনেক হারা ম্যাচও জিতিয়েছেন এই অলরাউন্ডার। ২০১৯ সালের আইপিএলের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। তাকে বসিয়ে সাকিবকে সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
👀 সুনীল নারাইন: কলকাতাকে দুইবার শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্যারিবীয় রহস্যময়ী স্পিনার সুনীল নারাইন। আইপিএল সেরার পুরস্কারও জিতেছেন। তবে গত আসরটি ভালো কাটেনি তার। এই জায়গাটাতে সাকিব আল হাসানের সুযোগ দেখছেন অনেকে।
এছাড়া কলকাতা স্কোয়াডে রয়েছে গত আসরে আইপিএল মাতানো নিউজিল্যান্ডের লুকি ফার্গুসন, অস্ট্রেলিয়ার বেন কাটিং, নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম সেইফার্স। এই টি-টোয়েন্টি স্পেশালিস্টদের মধ্য থেকে প্রতি ম্যাচে খেলবেন মাত্র চার জন। সেখানে কলকাতা তাদের ময়না সাকিবকে নিয়মিত সুযোগ দিয়ে উড়তে দিবে ? নাকি বেশিরভাগ সময় খাঁচায় বন্দি থাকতে হবে। আইপিএলে শুরুর আগে তা বলা মুশকিল।
Leave a Reply