ক্রীড়া ডেস্কঃ প্রথম তিন রাউন্ডে ভালো না করায় পয়েন্ট টেবিলের তলানিতে ছিল দক্ষিণাঞ্চল। চতুর্থ রাউন্ডের দ্বিতীয় ইনিংসে এনামুল হকের দারুণ ব্যাটিংয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে সাত উইকেটের বড় জয় পেয়েছে তারা।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) একই সঙ্গে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেও উঠে এসেছে দক্ষিণাঞ্চল। লিগে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচটি ড্র হয়েছে। তবে ম্যাচে ডাবল সেঞ্চুরি মিস করলেও আলো কেড়েছেন মুমিনুল হক।
পূর্বাঞ্চলের এই ব্যাটসম্যান ১৯৪ করে আউট হন।
মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ২৬১ এবং দ্বিতীয় ইনিংসে ২৬৯ রনে অলআউট হয়। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে ৩৯৭ করে। দ্বিতীয় ইনিংসে ১৩৪ রানের জয়ের লক্ষ্যে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দক্ষিণাঞ্চল।
১০১ বলে আট চারে ৮৬ করে ম্যাচ জিতিয়ে ফেরেন এনামুল হক।
অপর ম্যাচে দ্বিতীয় ইনিংসে মুমিনুলের ১৯০ বলে ১৯৪ রানের চার উইকেটে ৩৬২ করে ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল। ৪৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ড্র হওয়ার আগে এক উইকেট হারিয়ে ১১৬ করে উত্তরাঞ্চল।
Leave a Reply