এস. এম ইকবাল: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে স্থানীয় সাংসদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপির নির্দেশে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (মঙ্গলবার) বিকেলে ফরিদগঞ্জ বাজারের সবুজ মার্কেটে আ’লীগের কার্যালয়ে উক্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক মো. হেলাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, পৌর সভার প্যানেল মেয়র খলিলুর রহমান, পৌর যুবলীগের সাবেক আহবায়ক মাকছুদুল বাসার বাঁধন পাটওয়ারী, সাবেক ইউপি সদস্য, আ’লীগ নেতা টেলু মেম্বার, ইউপি সদস্য সাইফুল ইসলাম, আ’লীগ নেতা নজরুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগের সদস্য আলাউদ্দিন মিয়াজী, পৌর সে¦চ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, ছাত্রলীগ নেতা গাজী আলী নেওয়াজ প্রমূখ।
Leave a Reply