পুরো অর্থ পরিশোধ করেও কর ফাঁকির মামলা থেকে মুক্তি মেলেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। ফের তাকে যেতে হচ্ছে স্পেনের আদালতে। রাশিয়া বিশ্বকাপের আগেই কর ফাঁকির অভিযোগে রোনালদোকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। স্পেনের আইন অনুযায়ী দুই বছর বা কম সময়ের কারাদণ্ডপ্রাপ্ত কাউকে কারাগারে যেহে হয় না। সেই হিসেবে তখন কারাভোগ করতে হয়নি তাকে।
এরপরও বিষয়টি নিয়ে আর ঝামেলায় যেতে চাননি পর্তুগিজ সুপারস্টার। তাই বিশ্বকাপ শুরুর আগেই আদালতের নির্দেশ অনুযায়ী পুরো টাকা পরিশোধ করে যান তিনি। আইন অনুযায়ী এখন আর বিষয়টি নিয়ে তার ঝামেলা হওয়ার কথা নয়। লিওনেল মেসিও একইভাবে রেহাই পেয়েছিলেন। রোনালদোর সেসময়ে দেয়া অর্থ গ্রহণ করলেও রোনালদোর রেহাই মিলছে না। ফের তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
Leave a Reply