স্টাফ রিপোর্টার:
মিরাজুল ইসলাম নামের একটি ছেলে সাভারের বাইপালে পাওয়া গেছে। ছেলটির অানুমানিক বয়স১০/১২ বছর।
সে জানায় তার বাবার নাম আবুল কালাম এবং বোনেরর নাম মিম। মিম মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণীতে পড়ে। গ্রামর নাম বলতে পারেনা তবে বাড়িটি মতলব উত্তর নতুন বাজারের কাছে। তার বাবা বিদেশে থাকে।
চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন এর সহযোগীতায় ৬ষ্ঠ শ্রেনীর হাজিরা খাতা ও শিক্ষার্থীদের সাথে কথাবলে মিমের কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে ফরাজীকান্দি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যেক্তা মোহাম্মদ শাওন এব্যাপারে বিভিন্ন জায়গায় খোজখবর করেও কোন তথ্য বের করত পারেনি।
হারিয়ে যাওয়া অভিভাবক এই সন্তানের সন্ধান পেতে নিন্ম মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন ০১৮২২-৮৪০৯৪০।
Leave a Reply