এস. এম ইকবালঃ করোনাভাইরাস নিয়ে দেশে চলমান এই দুঃসময়ে জীবনের ঝুঁকি থাকা সত্বেও কোন কিছুই তোয়াক্কা করছেন না তিনি। জনস্বার্থে প্রতিদিনই ওই ইউএনও রাস্তায় বের হচ্ছেন। মানুষকে বলছেন ঘরে থাকতে। অথচ তিনিই প্রত্যন্ত অঞ্চলে ঘুরে কর্মহীন মানুষ খুঁজেখুঁজে তাদের হাতে
বিনামূল্যে সরকারি ১০ কেজি করে চাল নিজহাতে বিতরন
করেছেন। শুধু তাই নয়, ব্যক্তিগত টাকায় অসহায়দের
সহযোগিতা ও করছেন তিনি।
জনস্বার্থে ইউএনও শিউলী হরির নানামুখী মহতী উদ্যোগ
দেখে ফরিদগঞ্জের সর্ব শ্রেনীর মানুষের কাছে তিনি নিজ
কর্ম গুনে প্রিয় হয়ে উঠছেন।
Leave a Reply