শহিদুল ইসলাম খোকনঃ মতলব উত্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কমপ্লেক্সে রেলীটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে অডিটোরিয়াম আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াৎ।
সভাপতির বক্তব্যে এ এম জহিরুল হায়াৎ বলেন, মাদকদ্রব্য একটি মরনব্যদি। এর ছোবল থেকে বাঁচতে হলে আগে থেকেই সাবধান হতে হবে। যে ঘরে একজন মাদকসেবি থাকে সে ঘরে সুখ শান্তি থাকেনা। তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সুশিল সমাজ এগিয়ে আসতে হবে। আধুনিক দেশ গড়তে যুব সমাজকে অব্যশই মাদকের ছোবল থেকে বাঁচাতে হবে।
উপজেলা একাডেমি অফিসার সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন -মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা, ওটারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু হায়দার, শিক্ষার্থী লাভনী আক্তার, আরিফ হোসেন প্রমুখ।
Leave a Reply