মো. নাছির উদ্দীন : সুনামগঞ্জের হাওর জুড়ে এখন সোনালী ধান। হাওরের পানি অনেকটা দেরিতে নামায় বেরো ধানের চাষাবাদও শুরু হয় কিছুটা বিলম্বে। মাঠভরা সোনালী ধান থাকলেও কৃষকের চোখেমুখে এখন আতঙ্ক। একদিকে করোনাভাইরাসের জন্য ধান কাটার শ্রমিক নেই। অন্যদিকে ভারি বৃষ্টিপাতের সর্তকবার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ফলে মাঠে বাম্পার ফলন হলেও আনন্দ নেই কৃষকের মনে।
তাছাড়া সরকার থেকে কৃষকদের দ্রুত ধান কাটার জন্য যন্ত্রপাতি দিলেও সেটা জোটে না সবার কপালে। তবে কৃষি বিভাগ বলছে ধান কাটার শ্রমিক আনতে কয়েকটি জেলার কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে তারা। ইতোমধ্যে শ্রমিকও আসতে শুরু করেছে সুনামগঞ্জে।
Leave a Reply