নিজস্ব প্রতিবেদক: হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পন্যের বিরুদ্ধে ১৩ জুন মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে অভিযান চালিয়েছে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টের। অভিযানে উট লবণ, রাধুনি ধনিয়া গুড়া, জিরা গুড়াসহ পানিমিশ্রিত তরল দুধ জব্দ করা হয়।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সূত্রে জানা যায়, মতলব বাজারের বিভিন্ন মুদি দোকানে অভিযান চালিয়ে চাঁদপুরের তৈরি ২শত ৪ কেজি উট লবণ , স্কায়ার গ্রুপের ২৫ প্যাক্টে রাধুনি গুড়া, ৩ প্যাকেট রাধুনি জিরার গুড়া ও রং মিশ্রত নিম্নমানের চিপস জব্দ করা হয়। পরে জব্দ কৃত ভেজাল পন্য উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিনের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এছাড়া পানি মিশ্রিত প্রায় ৭৫ লিটার দুধ উপস্থিত জনগণের সহযোগিতায় সকলের সম্মুখে ধ্বংস করা হয়। সেই সাথে বাজারের বিভিন্ন ছোট বড় দোকানে প্রকাশ্যে সিগারেট বিক্রির প্রচারনা আপসার এবং ১৮ বছরের নীচে কারো নিকট সিগারেট বিক্রয় না করার জন্য প্রচারণা চালানো হয়।
Leave a Reply