মতলব প্রতিনিধি: ঐতিহ্যবাহী মতলব প্রেসক্লাবেরপ্রতিষ্ঠাতা সভাপতি শওকত হোসেন বাদল ক্লাবের ২০২০ সালের নবগঠিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ১০ মার্চ সন্ধ্যায় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রেসক্লাব মিলনায়তনে এসে নতুন কমিটিরকে শুভেচ্ছা ও দিক নির্দেশনা প্রদান করেন।
দীর্ঘদিন পর মতলব পর মতলব প্রেসক্লাবে এসে আবেগ তাড়িত হয়ে পড়েন ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য শওকত হোসেন বাদল। এ সময় তিনি বলেন, এই প্রেসক্লাব করার জন্য আমার বাবার মৃত্যুর আগ মুহুর্তে আমি তাঁর সামনে
থাকতে পারিনি। এখানে আসলেই আমি আবেগ প্রবন হয়ে পড়ি। যারা আজ এই প্রেসক্লাবের নতুন হাল ধরেছে তাদের কাছ থেকে নতুন কিছু চাওয়ার আশায় রইলাম। সেই সাথে আজ আমাকে মতলব প্রেসক্লাবের এই নতুন কমিটি যে
সন্মান দেখিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, সাবেক সভাপতি আমির
খসরু প্রধানীয়া, সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি নিমাই চন্দ্র ঘোষ, ইত্তেফাক সংবাদদাতা মোঃ আক্তার হোসেন, আমাদের সময় ও দৈনিক ইলশেপাড় প্রতিনিধি মাহফুজ
মল্লিক, সাংবাদিক শওকত আলী, দৈনিক চাঁদপুর কন্ঠের ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকির,দৈনিক চাঁদপুর প্রতিদিনের মতলব প্রতিনিধি মোশারফ হোসেন তালুকদার, চ্যানেল এস ও দৈনিক মতলবের আলো প্রতিনিধি আব্দুল
মান্নান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মতলব প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতিকে শওকত হোসেন বাদল ও সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনকে প্রেসক্লাবের লোগো সম্বলিত বেøজার উপহার দেওয়া হয়।
Leave a Reply