স্টফ রিপোর্টার: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
৬ মার্চ রাত ১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকা ইউনাইটেড হাসপাতালের ২য় তলায় ৭নং কক্ষে অধ্যাপক ড. মমিনুল হকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
৭ মার্চ সকালে ইউএনও মোঃ শাহিদুল ইসলামের স্ত্রী ডা. ফাইরুজ হুমায়রা জানান, বর্তমানে তিনি অভিজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. মমিনুল হক স্যারের চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে রয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের আশু সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply