স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামীলীগ মতলব দক্ষিণ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৭ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল সম্মেলনের দিন-তারিখ ঘোষণা করেছেন। বিষয়টি মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ এই প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।
সম্মেলনের দিন-তারিখ ঘোষণার পরপরই মতলব দক্ষিণ উপজেলার পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে শুরু হয়েছে জল্পনা, কল্পনা। দীর্ঘ বছর পর মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হবে, নেতাকর্মীরা সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করবেন এ মনোবাসনা নিয়েও বিপুল উৎসাহ, উদ্দীপনা লক্ষ করা গেছে। মতলব দক্ষিণে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে। এই উপজেলার একটি পৌরসভা ও ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত।
আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে তৃনমূলের নেতাকর্মীরা শক্তিশালী নেতৃত্ব চায়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে সাংগঠনিক সম্পাদক পদেও একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা এবার বুঝে, শুনে যোগ্য নেতার হাতে নেতৃত্ব তুলে দিবেন বলেও জানিয়েছেন দলের একাধিক ত্যাগী নেতাকর্মীরা। এদিকে সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন।
Leave a Reply