স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইউসূফ গাজী বলেছেন দলের সম্মেলনের মাধ্যমে দলকে সুসংগঠিত করা হবে। আর সম্মেলন হলেই দলের নেতাকর্মীদের মাঝে প্রাণ ফিরে আসে। কোনো হাইব্রিড নেতাদেরকে দলে স্থান দেওয়া যাবে না। যোগ্য নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশ আওয়ামীলীগ পরিচালিত হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের মধ্যে শুদ্ধি অভিযান চালিয়েছেন। সৎ,নিষ্ঠাবান, ত্যাগী নেতারাই দলের মধ্য স্থান পাবে। চলতি নভেম্বর মাসের ৩০ তারিখের মধ্যেই মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন করা হবে।
২ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মোঃ মজিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শহিদ উল্লাহ মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশ্রাফ পাটোয়ারী, মোঃ আনিছুজ্জামান চৌধুরী, লেয়াকত হোসেন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম মজুমদার টিপু, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কিশোর কুমার ঘোষ, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাহেব আলী বেপারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কমল পোদ্দার, প্রচার সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, সদস্য জাহাঙ্গীর সরকার, ফারুক পাটোয়ারী, আব্দুল মতিন পাটোয়ারী, চন্দন সাহা, ফারুক আহম্মেদ বাদল, খুকু চৌধুরী, আকতার সরকার, চাঁন মিয়া বেপারী, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, খাঁদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তসলিম আহম্মেদ মিয়াজী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁন মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোলেমান প্রধান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মেম্বার, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাজির আহম্মেদ বাদল মাষ্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply