স্টাফ রিপোর্টারঃ মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মীনা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার একেএম শহিদুল হক মোল্লা, সহকারী শিক্ষা অফিসার তানভির হাসান, সেলিনা আক্তার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, কঁচি-কাঁচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
Leave a Reply