মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের দারিন্দা রসুলপুর গ্রামের মৃত ডাঃ ইদ্রিস মিয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া (৬২) ২৪ মার্চ সকাল পৌনে ১১টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ———–রাজেউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর দারিন্দা রসুলপুর নিজ বাড়ীতে মরহুমের নামাজের
জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমিদা হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কাউছার আলম, উপজেলা সমাজকল্যাণ অফিসার রুহুল আমিন, উপজেলা সহকারী ডেপুটি কমান্ডার বশিরউল্যাহ সরকার, সাবেক সহকারী কমান্ডার মোস্তফা কামাল ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply