স্টাফ রিপোর্টারঃ মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম।
মতলব দক্ষিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমের সভাপতিত্বে ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, আয়েশা সিদ্দিকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, প্রভাষক অশোক কুমার সাহা, শিক্ষক জয়ন্তী রানী, নারী নেত্রী নাছিমা হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় ৫ জন জয়ীতাদেরকে পুরষ্কার বিতরণ করা হয়। এরা হচ্ছেন- একজন সফল জননী উম্মে কুলসুম শেফা, শিক্ষাক্ষেত্রে সাবিনা ইয়াছমিন, অর্থনৈতিকভাবে শেফালী বেগম, নির্যাতনে বিভীষিকাময় জয়তুন নেছা, সমাজসেবায় নারগিছ বেগম।
Leave a Reply