মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে গোসাইপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গত ১০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টায় এক শ্রমিকের হয়েছে।
জানা যায়, ঐ দিন গাছের ডাল কাটতে গিয়ে শ্রমিক মোঃ বাচ্চু খাঁন (৫২) বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তাঁর পিতার নাম মৃত মোঃ নুরুল ইসলাম খাঁন।
এলাকাবাসী জানায়, বাচ্চু খাঁন পেশায় একজন গাছুয়াল, গাছ কাটাই তাঁর একমাত্র পেশা। ঐ দিন সে গাছ কাটতে গিয়ে গাছের সাথে বিদ্যুতের তারের সংযোগ ছিল। আর ঐ তারেই স্পৃষ্ঠ হয়ে সে মৃত্যুবরণ করে। এ সময় মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃত মোঃ বাচ্চু খানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তেরর জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply