স্টাফ রিপোর্টারঃ মতলব দক্ষিণ উপজেলায় সিনিয়র মৎস্য অফিসের উদ্যোগে নিবন্ধিত ৬০ জন জেলেদের মাঝে ৬০টি ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে।
১৬ অক্টোবর উপজেলা মৎস্য ভবন প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যানগাড়ী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফারহানা আক্তার রুমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় নিবন্ধিত ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ভ্যানগাড়ী বিতরণ করা হয়।
Leave a Reply