মতলব প্রতিনিধি: সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১০ মার্চ
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
র্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত শারমিন, অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, মতলব ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, উপজেলা আ’লীগ নেতা মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, উপজেলা নির্বাচন অফিসার আবু জাহের ভূঞা, যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, সমবায় কর্মকর্তা
মোখলেছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, অফিস সহকারী আজিজুল হক, মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিভিশনের স্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালী শেষে মতলব ডিগ্রি কলেজ মাঠে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিভিশনের স্টেশনের একটি চৌকস দল দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির মহড়া প্রদর্শন করেন।
Leave a Reply