ষ্টাফ রিপোর্টারঃ আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানব বন্ধন, র্যালী অনুষ্ঠিত হয়।
রোববার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমটির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মতিন পাটোয়ারী এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ রুহুল আমিন খান।
এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, অধ্যাপক উম্মে সালমা, সাধারণ সম্পাদক অধ্যাপক মুক্তার হোসেন, কমিটির অন্যতম সদস্য সাংবাদিক গোলাম সারওয়ার সেলিমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএমএ/
Leave a Reply