স্টাফ রিপোর্টারঃ মতলব দক্ষিণে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে দুইটি বেকারীর মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বেলা ১২টায় এ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মতলব বাজারের সততা বেকারীকে ১০ হাজার টাকা ও বন্ধন বেকারীকে ৭ হাজার টাকা জরিমান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন।
এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, এ বেকারী দুটিতে নিন্মমানের খাবার সামগ্রী ও অপরিস্কার থাকার কারনে এ জরিমানা করা হয়েছে।
Leave a Reply