শহিদুল ইসলাম খোকন : মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন সৎ সঙ্গ ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে জাকির হোসেন ও সাধারণ সম্পাদক পদে বশির ঢালীকে নির্বাচিত হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা ষাটনল ইউনিয়নের মধ্য কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়েছে।
আলোকিত মানুষ হবো, মানুষ গড়বো, সমাজ পরিবর্তনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবো এই শ্লোগানকে সামনে রেখে মাদক, সামাজিক অবক্ষয়, নারী-শিশু নির্যাতন ধর্ষণ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক ও মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন দেওয়ান, মতলব উত্তর উপজেলা সৎ সঙ্গ ফাউন্ডেশনের সভাপতি জিএম ফারুক, সহ সভাপতি মোজাম্মেল হক।
ষাটনল ইউনিয়ন সৎ সঙ্গ ফাউন্ডেশনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সৎ সঙ্গ ফাউন্ডেশনের সহ সভাপতি মাইনউদ্দিন চৌধুরীর পরিচালনা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – বশির ঢালী, ভাচ্চু ভান্ডারী, আলাউদ্দিন, কাদির, আলেয়া আক্তার, জসিম উদ্দিন প্রমুখ।
২য় অধিবেশনে সভাপতিত্ব করেন জিএম ফারুক ও পরিচালনা করেন শহিদুল ইসলাম খোকন। পরে জাকির হোসেনকে সভাপতি ও বশির ঢালীকে সাধারণ সম্পাদক গোষনা করা হয়।
Leave a Reply