স্টাফ রিপোর্টারঃ মতলব উত্তর উপজেলার নেদামদী একতা যুব সংঘের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে শফি উল্যাহ খান সভাপতি, ইউসুফ আহমেদ বাপ্পী সাধারন সম্পাদক এবং রাকিব প্রধান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার দুপরে উপজেলার নেদামদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়া প্রর্থী সভাপতি, নিকটতম ভোট পাওয়া প্রর্থী সাধারন সম্পাদক এবং এর নিকটতম ভোট পাওয়া প্রার্থী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। এই ৩ পদে প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন ৮ জন।
৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তাতে সর্বোচ্চ ৫৮ ভোট পেয়ে শফি উল্যাহ খান সভাপতি নর্বাচিত হয়। ৫২ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয় ইউসুফ আহমেদ বাপ্পী এবং ৪১ ভোট পেয়ে রাকিব প্রধান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দৈনিক মানবজমিন পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি নূরে আলম নূরী। পুলিং এর দায়িত্ব পালন করেন যথাক্রমে জুয়েল ফকির, আলম শামসুজ্জামান, হাবিবুর রহমান, এমআই গাউস ভূইয়া।
নেদামদী একতা যুব সংঘের উপদেষ্টা হলেন যথাক্রমে, জহিরাবাদের ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বাদল, জহিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোছলেম উদ্দিন খান, আব্দুল মজিদ মাষ্টার, জনপ্রতিনিধি মোখলেছুর রহমান ঢালী, জনপ্রতিনিধি রোকেয়া আক্তার, জনপ্রতিনিধি মাহমুদ হোসেন।
Leave a Reply