নূরে আলম নূরীঃ ১৯২১ সালে প্রতিষ্ঠিত মতলব উত্তর উপজেলার প্রাচীনতম চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে অভিভাবক শ্রেনী পুরুষ এ নির্বাচনে লড়ছেন ৮ জন। অভিভাবক শ্রেনীর মহিলাতে দক্ষিন রামপুর গ্রামের রুপালী ইতিমধ্যেই বিনাপ্রতিদ্বন্ধীতায় জয়লাভ করেন।
অভিভাবক শ্রেনীর পুরুষ ৮জনের মধ্যে রয়েছেন (ব্যালট নম্বর অনুযায়ী)-
ব্যালট নং-১ ইউনুছ মল্লিক, ব্যালট নং-২ গাজী ইলিয়াছুর রহমান, ব্যালট নং-৩ কামাল হোসেন গাজী, ব্যালট নং-৪ জসিম উদ্দিন প্রধান, ব্যালট নং-৫ বসির সরকার, ব্যালট নং-৬ মনির হোসেন ব্যাপারী, ব্যালট নং-৭ মাহবুব আলম মিস্টার মোম্বার এবং ব্যালট নং-৮ লিটন সরকার।
ডোনার ক্যাটাগরিতে মানসুর আহমদ একক প্রার্থী হওয়ায় তিনিও বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন।
অভিভাবক শ্রেনীর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ অগাস্ট। নির্বাচনে প্রিজাইডিং অফিমারের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খান। যেখানে ভোটার সংখ্যা রয়েছে ১৩শ’৪২ টি।
Leave a Reply