নূরে আলম নূরীঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর উপজেলার মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল।
আসন্ন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন কেন্দ্র করে এই বর্ধিত সভা। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহিদ উল্লা প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয় আওয়ামীলীগকে পরিচ্ছন্ন রাখতে তিনি শুদ্ধি অভিযান চালাচ্ছেন। এমপি রুহুল আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী সম্মেলনে যোগ্য নেতৃত্বের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগকে ঢেলে সাজাতে হবে। সেজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
Leave a Reply