নূরে আলম নূরীঃ চাঁদপুরের মতলব উত্তরে ৫০০ পিস ইয়াবাসহ আঃ রহমান নামে একজনকে আটক করা হয়েছে।
এসআই মোঃ গোলাম আজম, এএসআই আবুল কালাম, এএসআই কাওসার হামিদ ২৬ নভেম্বর মঙ্গলবার মতলব উত্তরের সাহবাজকান্দি সাকিনস্থ আনারপুর টু সাহেববাজার রোডের পূর্ব পাশে মানিক মীর বাড়ীর সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়েছে।
আটক আঃ রহমান মীর(৩৫), উপজেলার শাহবাজকান্দির আঃ রাজ্জাক মীরেরর ছেলে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এব ব্যপারে মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, মাদকের সাথে কোন আপোষ নেই। এই থানা এলাকায় মাদক বিক্রেতা বা মাদক সেবীদের কোন রকমের ছাড় দেয়া হবে না। অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply