স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর এখলাছপুর ও মোহনপুরের মধ্যবর্তীস্থান থেকে ৪শ’ কেজি (১০মণ) জাটকা (১০ ইঞ্চির ছোট ইলিশ) আটক করেছে মতলব উত্তর কোষ্টগার্ড।
বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারী) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযানে কোষ্টগার্ড এমভি ইয়াদ-৩ ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে এ জাটকা আটক করে।
অভিযানের নেতৃত্বে ছিলেন পেটি অফিসার আ. মালেক।
এসময় লঞ্চের ভিতর থেকে মালিক বিহীন অবস্থায় ৪’শ কেজি জাটকা মাছ উদ্ধার করে অভিযানিক দল কোষ্টগার্ড। উদ্ধার করা জাটকার আনুমানিক বাজার মূল্য
২ লাখ ৪০ হাজার টাকা।
আটককৃত জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য
কর্মকর্তা কার্যালয়ের ক্ষেত্র সহকারী সামছুল হক অত্র উপজেলার বিভিন্ন মাদ্র্সা, এতিমখানা ও গরীব-দুস্থদের মাঝে বিতরণ করেন।
Leave a Reply