নূরে আলম নূরীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে মতলব উত্তরে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্স মাঠে এ মেলার উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহের হোসেন খান সুফল, সহকারী কমিশনার(ভ’মি) আফরোজা হাবিব শাপলা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান ও সাংগঠনিক সম্পাদক শাহাজাহান প্রধান।
দুই দিনব্যাপী এই উন্নয়ন মেলায় উপজেলার সরকারি পর্যায়ে প্রায় ২৮টি স্টল বরাদ্দ পেয়েছে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরসহ বিভিন্ন আয়োজন রয়েছে।
আগামীকাল পুরস্কার বিতরণীর মাধমে শেষ হবে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার।
Leave a Reply