নূরে আলম নূরীঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজার এর দক্ষিনে রবিবার বিকালে সোনা মিয়া মার্কেটের সামনে সড়কে হেভী ট্রাক ও হোন্ডার সাথে মুখ মূখী সংঘর্ষে হোন্ডার আরোহী সিজান(১৮)এর পর ঢাকা নেয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে রহিমও(১৭) মারা যায়।
উপজেলার লুধুয়া গ্রামের মানিক বেপারীর ছেলে সিজান আর রহিম একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লবন বোঝাই হেভী ট্রাক ঢাকা থেকে মতলব উত্তরের ছেংঙ্গারচর বাজারে যাওয়ার সময় পথি মধ্যে গজরা বাজার এর দক্ষিন দিক সোনা মিয়া মার্কেটের সামনে বিপরীত থেকে আসা হুন্ডার সাথে মুখ মূখী সংঘর্ষে হোন্ডার আরোহী ২ জন আহত হলে একজন ঘটনাস্থলেই মারা যায়, অপরজন মটরাত্বকভাব আহত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যায়।
মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থে এসে ট্রাক ও ড্রাইভার কে আটক করে থানায় নিয়ে যায়। তবে হেলপার পালিয়ে যায়।
Leave a Reply