স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের সঙ্কট মোকাবিলায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক ইল্শেপাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান।
তিনি সাধ্যমত তাঁর এলাকার জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী দিচ্ছেন। পাশাপাশি এ কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।মানবতার সেবায় এগিয়ে আসুন-আমরা অসহায় মানুষের জন্য’ এ শ্লোগান নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কর্মহীন অসহায় মানুষকে মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক ইল্শেপাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক ইল্শেপাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমানের বাড়িতে খাদ্য সহায়তা প্রদান করেন মো. মিজানুর রহমানের মা জাহানারা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন মল্লিক, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, শাহ আলম, বাবু সরকার, আবু তাহের, আলা উদ্দিন গাজী, টিটু সরকার, ছিটু দেওয়ান’সহ স্থানীয় নেতৃবৃন্দ।
চালসহ আটা, আলু, লবন, সাবান এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী অসহায় ঘরবন্দি মানুষের মাঝে পৌঁছে দেয়া হয়।
Leave a Reply