স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালীয়া নোয়াবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে ফতেপুর বাইতুল সফর জামে মসজিদ পর্যন্ত ইউনিয়ন পরিষদ কর্তৃক ৪০ দিনের কর্ম সূচির আওতায় কাঁচা রাস্তা নির্মান কাজ সম্পন্ন হয়। এ রাস্তায় ৯৯ জন জমির মালিক জন স্বার্থে সম্মতি দিয়ে সরকারের উন্নয়নকে স্বাগত জানান। কিন্তু একজন লোক স্হানীয় যুবলীগ নেতা আবু হাসানাত গ্রাম উত্তর ঠেটালীয়া। তার একটি জমি ই রাস্তার গোড়ায়, মানি প্রথম যেখান থেকে রাস্তার কাজ শুরু হয়েছে স্হানটি হলো ঠেটালীয়া নোয়াব পুর সরকারী প্রাথমিক বিদ্যায়, উপজেলা সড়ক ও সাহেব বাজার সংযোগ সড়ক পর্যন্ত। হাসানাতের জমির উপর কেন রাস্তা হলো এ রেস ধরে তিনি তার সাঙ্গো পাঙ্গো নিয়ে রাস্তার কাজের লোকজন সহ অনেক কেই ধাপে ধাপে হয়রানী, মারদর হামলা মামলা করে আসছে বলে জানান স্হানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন, মিজান মিয়া, মুক্তিযোদ্বা মোবারক, হান্নান মাষ্টার, হানিফ মোল্লা, চান মিয়া চৌধুরী, খোরশেদ চৌধুরী, কাসেম বেপারী, আসাদ মোল্লা সহ অনেকে। তিনি গত ২৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টায় বাড়াটিয়া লোকজন এনে রাস্তা অনেকাংশে কেটে ফেলেছে এবং পর দিন সকালে গ্রাম পুলিশ খোকন দেওয়ান আবু হাসানাতকে পরিষদে আসার জন্য খবর দিতে গেলে তার উপর হামলা করে হাসানাতের ভাই,ভাতিজা ও আত্ত্বীয় স্বজন। তার ডাকচিৎকারে স্হানীয় লোকজন এগিয়ে এলে তারা ও রেহাই পায়নি তাদের কাছ থেকে। এর পরিপ্রেক্ষিতে ৭ মার্চ সকালে এ রাস্হার উপর দারিয়ে প্রায় ৩/৪ শত লোক হাজির হয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনকারীরা দূষকৃত কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন ও তাদের শাস্তির দাবি জানান। ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাঁধা গ্রস্হ্য করার জন্য যুবলীগ নামধারী আবু হাসানাত সহ গোটা কয়েক জন লোক উঠে পড়ে লেগেছে। যারা এ উন্নয়ন কাজে বাঁধা প্রদান করছে তারের প্রতি ঘৃনা জানাই ও তাদের এ অহেতুক হয়রানী বন্ধের দাবি জানান।
Leave a Reply