নূরে আলম নূরীঃ উত্তর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের আয়োজনে স্থানীয় সাংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা ও ইফতার পার্টি আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকালে নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদ উল্যাহ প্রধানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সরকার আবুল কালাম আজাদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর-২নির্বাচনী আসনের সংসদ সদস্য এড.নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল।
বক্তব্য রাখেন, মতলব দক্ষিন উপজেলা চেয়ারম্যান এইচএম গিয়াস উদ্দিন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোরশেদ আলম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, চাঁদপুর জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্বাস উদ্দিন মাস্টার, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যাল পরিচালনা কমিটির সভাপতি হাজী এসএম সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আক্তার হোসেন, সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক সরকার আলাউদ্দিন, সংবর্ধনা কমিটির আহবায়ক প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, সদস্য সচিব শাহ জালাল প্রমূখ।
Leave a Reply