নূরে আলম নূরী ও মোল্লা হাবীবুর রহমানঃ মতলব উত্তর উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
মঙ্গলবার দুপুরে ত্রাণ মন্ত্রীর নির্বাচনী এলাকা মোহনপুরস্থ বাড়ীতে উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, জেলা যুবলীগ নেতা গাজী শাখাওয়াত হোসেন।
প্রধান অতিথি দিপু চৌধুরী বলেন- মতলব উত্তরের সুসংগঠিত যুবলীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা আমার বিশ^াস। মতলব উত্তরের উন্নয়নের প্রাণপুরুষ জননন্দিত জননেতা মায়া চৌধুরীর স্বপ্নের সিঙ্গাপুর সিটি নির্মানে অবশ্যই ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল জমাদার, রিপন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ বারী চৌধুরী সোহেল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, ইউপি চেয়রাম্যান ছোবহান সরকার সুভা, দেওয়ান আবুল খায়ের’সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
ছবি ক্যাপশন- মতলব উত্তরে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
Leave a Reply