নূরে আলম নূরীঃ মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন কমিনি পুলিশিং এর সভাপতি ও সমাজ সেবক সুলতান মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু, ব্রাহ্মণচক ইদগা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন প্রধান, কেন্দ্রীয় মসজিদের সভাপতি ইদ্রিস প্রধান, সমাজ সেবক ফজলুল হক মাস্টার, শহীদ উল্লাহ মাষ্টার, ইউপি সচিব মোহাম্মদ মানিক মিয়া, ইউপি সদস্য দুলাল প্রধান, বিল্লাল হোসেন প্রধান, ইউসুফ আলী প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম খোকন ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহেদী হাসান।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,কমিটির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন ও শিক্ষার্থীদের সন্মাননা দেওয়া হয়েছে।
Leave a Reply