স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশে মতলব উত্তর উপজেলায় ছাত্রলীগ নেতা রাসেল সরকারের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন শ্রেনী পেশা মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়।
২৬ মার্চ সকাল ১০ টায় মাস্ক বিতরন কার্যক্রম শুরু হয়। মেঘনা ধনাগোধা বেরীবাঁধের আমিরাবাদ, নতুন বাজার, সানকিভাঙ্গা এলাকায় বসবাসকৃত নিম্ন শ্রেণীর জনগন, রিকসা চালক, অটো গাড়ী চালক, দোকানদার, পথচারীদের মাঝে ৩ হাজার মাস্ক বিতরন করা হয়।
মাস্ক বিতরন কালে উপস্থিত ছিলেন- ফিরোজ আহাম্মদ জিহাদ , শরীফ মাহমুদ হৃদয় ঢালী, সজল ঢালী, আব্দুর রহমান, সুমন, আরিফ, রাসেল হোসাইন রবিন, আফরান মানিক বাবু, সাগর বকাউল, জিলানী, হাসীব, জাহিদ, তাহিদুল অাশরাফুল আরো অনেক তরুনরা।
Leave a Reply