-
- ফরিদগঞ্জ
- ফরিদগঞ্জে ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর সংযোগ সড়কের কাজ চলছে, শিগগিরই দ্বার উন্মোচন
- Update Time : মে, ১০, ২০২০, ৯:৪৮ অপরাহ্ণ
- 235 View
কামরুজ্জামান হারুন: পবিত্র মাহে রমজান ও চলমান করোনা ভাইরাসে প্রাদুর্ভাবের সময় নিত্য প্রয়োাজনীয় পণ্যের দাম স্থিতিশীল, সরবরাহ নিশ্চিতে এবং ক্রেতা- বিক্রতাদর মাঝে সচতনতা বাড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কেনা কাটা করার জন্য বাজার মনিটরিং করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত।
১০ মে নতুন বাজার, মান্দারতলি বাজার
চৌরাস্তা বাজার,নাউরী বাজারও গজরা বাজার মনিটরিং করেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত বলেন, করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি না করতে পারে এবং মজুত থাকার পরেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য উপজেলা প্রশাসন মাঠে থাকবে।
নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।
এ সময় নতুন বাজার,মান্দারতলি বাজার, নাউরী বাজার, চৌরাস্তা বাজার ও গজরা বাজারে মুদির দোকান গুলোতে দ্রব্যমূল্যের তালিকা না থাকা, দাম বৃদ্ধি ও দায়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপস্থিত ছিলেন ইউএনও সিএ আমিনুল ইসলাম,গজরা বাজার কমিটির সাধারণ সম্পাদক ছানা উল্লাহ মোল্লা প্রমুখ।
Leave a Reply